লাইব্রেরি সায়েন্স কোর্সের(BLIS) বিষয়ে আলোচনা

BACHELOR OF LIBRARY AND INFORMATION SCIENCE......... [BLIS ]


● BLIS- এক বছরের কোর্স 

৮ টি পেপার,তার মধ্যে দুটি  প্রাক্টিক্যাল সাবজেক্ট, 



●Paper -1 :: Library and Society 

●Paper -2 :: Library Management 

●Paper -3 :: Library Classification   ( theory )

●Paper -4 :: Library Cataloguing  (Theory )

●Paper -5 :: Reference and Information Service 

●Paper -6 :: Library Classification  ( Practical ) (DDC - Dewey Decimal Classification & CC-COLON classification )

●Paper-7 :: Library Cataloguing  (Practice )(AACR R2. ...&.....CCC)

●Paper -8 :: Computer Basic & Application


 6 & 7 পেপার হলো Practical Paper  


●●●Blis Syllabus 

https://www.google.com/url?q=http://www.wbnsou.ac.in/student_zone/courses/school_of_professional_studies/syllabus/2nd_Degree_Programmes/BLIS_Syllabus.pdf&sa=U&ved=2ahUKEwiu4abBg8DdAhXBMo8KHShxBwUQFjAAegQICRAB&usg=AOvVaw1s1EwrznFGQ6_6hixnCadS


●●●SLMs pdf

http://www.wbnsou.ac.in/online_services/slm_2nd_Level_Degree_Programme.shtml#active_slm_2nd_Level


●BLIS. . . QUESTION  

● BLIS. .....previous year questions. .....         http://www.wbnsou.ac.in/student_zone/e-resources/question_bank/2nd_degree/question_bank_2nd_degree.shtml#questionbank_2nddegree


● BLIS. ....Previous year Assignment 

http://www.wbnsou.ac.in/student_zone/interactions/assignments/2nd_degree/assignment_2nd_degree.shtml#assignment_2nddegree


Bachelor of library and information science ( BLIS ) 


তথ্যসূত্রঃ নারগিস সুলতানা, কেরিয়ার কাউন্সিলর,


এই কোর্স করলে কোথায় কি চাকরির সুযোগ সুবিধা 


■■■■■■■■■■■■■■■■■■■■■■■■


BLIS (ব্যাচেলর অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স) আটটি বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়। কলকাতা, যাদবপুর, কল্যাণী, বর্ধমান, বিদ্যাসাগর, রবীন্দ্রভারতী, উত্তরবঙ্গ এবং ■নেতাজী সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ আছে। এছাড়াও IGNOU (ইন্দিয়া গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়)-এর মাধ্যমেও স্নাতক ও স্নাতকোত্তর স্তরে পড়ার সুযোগ রয়েছে।


■BLIS কোর্সে ভর্তির যোগ্যতা-


মোটামুটিভাবে স্নাতক স্তরে ৫০ শতাংশ নম্বর থাকতে হয়। তবে কোনও কোনও বিশ্ববিদ্যালয়ে অনার্স গ্র্যাজুয়েটদের অনার্স পেপারে ৪৫ শতাংশ এবং পাশ গ্র্যাজুয়েটদের ক্ষেত্রে এগ্রিগেটে ৫০ শতাংশ নম্বর থাকা প্রয়োজন। 


●শিক্ষাক্ষেত্রে চাকরির সুযোগ


স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, স্কুল সার্ভিস কমিশন বা কলেজ সার্ভিস কমিশন দিয়ে লাইব্রেরিয়ান পদে আসা যায়। স্কুলের ক্ষেত্রে এর যোগ্যতা গ্র্যাজুয়েট + BLIS


■সরকারি সংস্থায় চাকরির সুযোগ - সাহিত্য অ্যাকাডেমি, NSD, ললিত কলা অ্যাকাডেমি, ইন্ডিয়ান মিউজিয়াম প্রভৃতি জায়গায় নিয়োগের জন্য এমপ্লয়মেন্ট নিউজ-এ বিজ্ঞাপন দেওয়া হয়। এছাড়াও এই সমস্ত সংস্থার নিজস্ব ওয়েবসাইটেও নোটিফিকেশন হয়। সংসদ এবং বিধানসভার লাইব্রেরির ক্ষেত্রে চাকরির সুযোগ রয়েছে।ল লাইব্রেরিয়ান, ডেপুটি লাইব্রেরিয়ান, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, ওয়েব সংরক্ষণাগার, লাইব্রেরি ম্যানেজার, মেটা ডেটা অ্যানালিস্ট, ডেটা অ্যাডমিনিস্ট্রেটর, ডকুমেন্ট কন্ট্রোল স্পেশালিষ্ট-সহ আরও অনেক সরকারি এবং বেসরকারি সংস্থায় চাকরির সুযোগ থাকে


https://wa.me/919547579971


■পশ্চিমবঙ্গের পাবলিক লাইব্রেরিগুলিতে লাইব্রেরিয়ান পদে নিয়োগ হয় PSC-র মাধ্যমে। রুরাল লাইব্রেরিগুলিতে লাইব্রেরিয়ান পদের যোগ্যতা CLIB / CLIS/BLIS এবং সাব-ডিভিশনাল লাইব্রেরি এবং ডিস্ট্রিক্ট লাইব্রেরির ক্ষেত্রে লাইব্রেরিয়ান পদের যোগ্যতার জন্য BLIS জরুরি

একজন লাইব্রেরিয়ান কোথায় কাজ করেন?

স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক বা গবেষণামূলক লাইব্রেরি

জাতীয় বা আন্তর্জাতিক আর্কাইভ

গবেষণা প্রতিষ্ঠান

জাদুঘর


একজন লাইব্রেরিয়ানের কাজ কী?

বই, জার্নাল ও গুরুত্বপূর্ণ দলিল সংগ্রহ ও সংরক্ষণ করা

ই-লাইব্রেরির জন্য অনলাইনে বই ও জার্নাল সংরক্ষণ করা

বইয়ের তালিকা বানানো

বইয়ের তালিকা হালনাগাদ করা

পাঠকের চাহিদা সম্পর্কে জানা ও প্রয়োজনীয় বই বা পত্রিকা সংগ্রহ করে দেয়া

লাইব্রেরির বই ও জার্নাল পাঠকরা কীভাবে ব্যবহার করছে, তার রেকর্ড রাখা

লাইব্রেরিতে গবেষণার পরিবেশ তৈরি করা

লাইব্রেরির জন্য বার্ষিক বাজেট বানানো

কর্মশালা আয়োজন করা।

নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে কোর্স করতে হলে দেখে নিন একনজরে 

NSOU Topper's Notes মাত্র ৯৯০ টাকা থেকে শুরু তোমার পাঠবর্ষের সকল পেপারের নোটস ও সাজেশন। 


নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় এর UG(BA/BSc/BCom) ও PG(MA/MSc/MSW) & BLIS এর সকল বিষয়ের 90% এর অধিক কমনযোগ্য সাজেশন এবং 60% বেশি নাম্বার পাওয়ার উপযোগী প্রিন্টেড নোটস এবং 100% Assignments  এর জন্য নিচের  লিংকে ক্লিক করে সরাসরি WhatsApp করুন 

https://wa.me/919547579971

বিদ্যাভারতী একাডেমী 

WhatsApp-9547579971


🎓Vidya Bharati Academy

(A complete academic guidance  for NSOU)


বাড়িতে থেকে আমাদের নোটস নিতে WhatsApp করুন 9547579971 নম্বরে।


অথবা আমাদের বীরভূম (পুরন্দরপুর, সিউড়ী- বোলপুর রোড) ও বর্ধমান  শাখায় ( রাজ কলেজের সন্নিকটে) সরাসরি পেয়ে যাবেন।

অথবা,

📮Cash on Delivery/Fast Home Delivery এর মাধ্যমে ৩-৫ দিনের মধ্যে হাতে পেয়ে যাবে।

BOOK NOW- 9547579971


🔴 FREE FACILITIES 


🖥️আমাদের গাইডেন্সে পাঠরত ছাত্র ছাত্রীদের বিনামূল্যে কম্পিউটার ডিপ্লোমা কোর্সে ভর্তির সু্যোগ। (Govt. of India Approved)

📒FREE SUGGESTIONS 

📮FREE & FAST DELIVERY 

📲FREE ONLINE শর্টকাট পদ্ধতিতে গনিতের ক্লাস ও চাকরির কোচিং। 


🔖আমাদের নোটস এর বৈশিষ্ট্য❓

১) অভিজ্ঞ শিক্ষক, গবেষক ও অধ্যাপক দ্বারা প্রস্তুত নোটস।

২) সহজ সরল ও সাবলীল ভাষায় লিখিত উন্নত মানের কম্পিউটার টাইপ নোটস।

৩) স্বল্প প্রশ্নে অধিক কমন ও নম্বর।

৪) ৬০% এর বেশি নম্বর পাওয়ার উপযোগী নোটস।

৫) Cash on Delivery  & Fast Delivery এর সুবিধা । 

৬) আমাদের স্টুডেন্ট দের অনলাইন সংক্রান্ত সব রকম সহায়তা।

৭) ১০০% Assignment এর উত্তরপত্র  কমন।

৮) Upto 80-95% Common Suggestions 

৯) কম্পিউটার টাইপ করা ও ইউনিভার্সিটির নির্ধারিত বাক্য সীমা মেনে লিখিত নোটস এবং সিলেবাস অনুসারে সাজেশন। 



🎓বিদ্যাভারতী একাডেমি, (নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় এর ছাত্র ছাত্রীদের কমপ্লিট গাইডেন্স)*

*ঠিকানা -পুরন্দরপুর স্টেট ব্যাংকের দ্বিতল,  সিউড়ী রোড, বীরভূম*

Call/Whatsaap - 9547579971

Post a Comment

0 Comments