নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা ও গণজ্ঞাপনের এমএ কোর্স

নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা ও গণজ্ঞাপনের এমএ কোর্স( MA in Journalism & Mass Communication)


সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism and Mass Communication) বিষয়ে দু বছর মেয়াদী মাস্টার্স কোর্স (MA Course)।  নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় পশ্চিমবঙ্গের একমাত্র বিশ্ববিদ্যালয় যেখানে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে দূরশিক্ষার মাধ্যমে এমএ করা যায়। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভর্তির আবেদন ফর্ম প্রকাশ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো।হয়েছে, স্বাধীনতার পর দেশে সংবাদকর্মীদের কাজের ক্ষেত্র যতটা সম্প্রসারিত হয়েছে, এ ক্ষেত্রে প্রশিক্ষণপ্রাপ্ত জনশক্তির অভাবও ততটাই বেশি। এর প্রধানতম কারণ, তাদের জন্য উপযুক্ত প্রশিক্ষণকেন্দ্রের অভাব। তাই সংবাদমাধ্যমে কাজ করার জন্য একটি প্রশিক্ষিত মানব সম্পদ তৈরির লক্ষ্যে এই প্রথম নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় সাংবাদিকতায় ও গণজ্ঞাপন বিষয়ে দূরশিক্ষা মাধ্যমে মাস্টার্স কোর্স চালু করার উদ্যোগ নিয়েছে।

এই মাস্টার্স কোর্সের মেয়াদ হবে দু বছর, যা পাঁচ বছরেও শেষ করা যেতে পারে। 

যে কোনও শাখায় স্নাতক ডিগ্রিধারীরা এই কোর্সে ভর্তি হতে পারবেন। এই কোর্স করার পর শিক্ষার্থীরা সাংবাদিকতার প্রাথমিক ধারণা পাবেন। কীভাবে পেশাদারিত্বের সঙ্গে খবর সংগ্রহ করে বস্তুনিষ্ঠভাবে উপস্থাপন করতে হয়, কীভাবে সাক্ষাৎকার নিতে হয় এবং সংবাদমাধ্যমের আইন-কানুন ও নৈতিক বিষয়ের দিকে লক্ষ্য রেখে সংবাদ প্রচার করতে হয় সেগুলো জানবেন। এছাড়া ইলেকট্রনিক ও অনলাইন সাংবাদিকতা সম্বন্ধেও ধারণা পাবেন শিক্ষার্থীরা। কোর্স সমাপ্তকারীরা খবরের সম্ভাব্য উৎস থেকে সংবাদ তৈরি ছাড়াও বিভিন্ন প্ল্যাটফর্ম যেমন সংবাদপত্র, রেডিও, টেলিভিশন কিংবা অনলাইনে প্রচারের জন্য সংবাদ প্রযোজনা বা সম্পাদনা করতে পারবেন।

উল্লেখ্য, ২০০৭ সাল থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় ও গণজ্ঞাপন বিষয়ে এক বছর মেয়াদী অ্যাডভান্স ডিপ্লোমা কোর্স চালু আছে।



Post a Comment

0 Comments