Health Training Course

 চিকিৎসা ক্ষেত্রে কাজের সুযোগ প্রতি দিন বাড়ছে। নতুন নতুন সরকারি ও বেসরকারি হাসপাতাল, নার্সিংহোম যত গড়ে উঠছে, ততই বাড়ছে দক্ষ স্বাস্থ্যকর্মী ও অন্যান্য পেশাদারদের চাহিদা। অত্যাধুনিক হাসপাতালে ডাক্তার ও নার্সদের মত প্রথাগত পেশাদার ছাড়াও প্রয়োজন - ডায়াগনিস্টিক কর্মী, ফিজিওথেরাপিস্ট, মেডিকেল টেকনোলজিস্ট থেকে হসপিটাল ম্যানেজার, ওয়ার্ড বয়, রিসেপশনিস্টদেরও। প্রত্যেকের নিজের নিজের ক্ষেত্রে প্রয়োজনমাফিক প্রশিক্ষিত হওয়া বাঞ্ছনীয়। মেডিকেল দুনিয়া ঘিরে এ রকম দু’টি নতুন কোর্সের দিশা রইল এই বিভাগে।



🏷️OUR COURSE DETAILS 

1) Lab Technician Assistant 

Eligibility - Madhyamik Pass

Age- 17+, Duration- 6 Month

Course Fees- Admission Fees 750, Monthly Fees-350 

Class- Sunday 


2)Paramedical Health Worker  

Eligibility - Madhyamik Pass

Age- 17+, Duration- 6 Month

Course Fees- Admission Fees 650, Monthly Fees-300 

Class- Sunday


🎓অভিজ্ঞ ও সরকারি হাসপাতালের প্রশিক্ষক দ্বারা প্রাক্টিক্যাল/হাতে কলমে প্রশিক্ষন। 

♟সরকার অনুমোদিত/স্বীকৃত সার্টিফিকেট তাই কোর্স শেষে প্রদেয় সার্টিফিকেট সরকারি ও বেসরকারি সমস্ত ক্ষেত্রে এবং WB Govt Employee Exchange এ গ্রহণযোগ্য।


বিশদে জানতে ও ভর্তি হওয়ার জন্য যোগাযোগ করুন 

 9547579971 নম্বরে।

ঠিকানা- পুরন্দরপুর, বীরভূম

Post a Comment

0 Comments