বাংলা অনার্স সাজেশন - CC-03 & CC-04

Bengali Honours Suggestion for 2023

Paper  CC-3

১. বাংলা গদ্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের লেখকগোষ্ঠীর ভূমিকা কতখানি- তা আলোচনা করুন। 

২. বাংলা গদ্যের প্রতিষ্ঠালগ্নের লেখক হিসাবে রামমোহন ও বিদ্যাসাগরের গুরুত্ব আলোচনা করুন। 

৩. বাংলা সামাজিক নকশা রচয়িতা হিসাবে প্যারীচাঁদ মিত্র ও কালীপ্রসন্ন সিংহের অবদান কতখানি আলোচনা করুন। 

৪. বাংলা রঙ্গমঞ্চ ও নাটকের ইতিহাসে নাট্যকার গিরিশচন্দ্র ঘোষের অবদান আলোচনা করুন। 

৫. প্রথম বাংলা মৌলিক নাটকের রচয়িতা হিসাবে মধুসূদন দত্তের ভূমিকা আলোচনা করুন। এবং ‘নীলদর্পণ’ নাটকের রচয়িতা দীনবন্ধু মিত্রের নাট্যপ্রতিভার পরিচয় দিন। 

৬. বাংলার সার্থক ঔপন্যাসিক হিসাবে বঙ্কিমচন্দ্রের অবদান আলোচনা করুন। 

৭. রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্পের বৈশিষ্ট্য ও শ্রেণিবিচার করুন। 

৮. বাংলা মহাকাব্যের ধারায় মধুসূদনের উত্তরসূরি হিসাবে হেমচন্দ্র ও নবীনচন্দ্রের কবিকৃতিত্ব বিষয়ে আলোচনা করুন। 

৯. বাংলা সাময়িক পত্রিকায় ইতিহাসে বঙ্গদর্শন, তত্ত্ববোধিনী ও ভারতী পত্রিকার গুরুত্ব আলোচনা করুন। 

১০. বাংলা প্রবন্ধসাহিত্যের ধারায় ভূদেব মুখোপাধ্যায় ও স্বামী বিবেকানন্দের অবদান আলোচনা করুন। 


Bengali Honours Suggestion for 2023

Paper  CC-4


১. লিপি কয়প্রকার ও কি কি? বাংলা লিপির উদ্ভব ও ক্রমবিকাশ সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন। 

২. বাংলা মৌলিক স্বরধ্বনির পরিচয় দিন। উচ্চারণ প্রকৃতি অনুসারে বাংলা স্বরধ্বনির শ্রেণিবিভাগ করুন। 

৩. বাংলা ধ্বনি পরিবর্তনের কারণগুলি বিস্তারিত আলোচনা করুন। 

৪. শব্দার্থ পরিবর্তনের কারণগুলি সম্পর্কে আলোচনা করুন। 

৫. বাংলা শব্দার্থ পরিবর্তনের ধারা সম্পর্কে আলোচনা করুন। 

৬. বাক্য কাকে বলে? বাক্যের ত্রি-সূত্র বলতে কী বলা হয়? বাংলা বাক্যের গঠন ও শ্রেণিবিন্যাস বিষয়ে আলোচনা করুন।

৭. সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সাংবাদিক সংরূপ কী? গণমাধ্যমে সাংবাদিকের কি কি গুণাবলি থাকা উচিত বলে আপনার মনে হয়- নিজস্ব মতামত প্রদান করুন ?

৮. সংবাদপত্রের বিভিন্ন অঙ্গসজ্জার প্রয়োজনীয়তা আলোচনা করুন। টাইপ, মার্জিন, শিরোনাম, উপশিরোনাম, প্রুফ রিডিং, রিপোর্ট – বিষয়ে আলোচনা করুন। 

৯. কারক কাকে বলে? বাংলা কারকের শ্রেণিবিভাগ করুন। টীকা লিখুন - বচন, লিঙ্গ, পুরুষ 

১০. টীকা লিখুন- ধ্বনির আগম, ধ্বনির লোপ, শ্রুতিধ্বনি, অপিনিহিতি, বিপর্যাস, স্বরসঙ্গতি, সমীভবন, অভিশ্রুতি, লোকনিরুক্তি    


NSOU Topper's Notes মাত্র ৯৯০ টাকা থেকে শুরু তোমার পাঠবর্ষের সকল পেপারের নোটস ও সাজেশন। 

নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় এর UG(BA/BSc/BCom) ও PG(MA/MSc/MSW) & BLIS এর সকল বিষয়ের 90% এর অধিক কমনযোগ্য সাজেশন এবং 60% বেশি নাম্বার পাওয়ার উপযোগী প্রিন্টেড নোটস এবং 100% Assignments এর জন্য নিচের লিংকে ক্লিক করে সরাসরি WhatsApp করুন 

বিদ্যাভারতী একাডেমী 
WhatsApp-9547579971

🎓Vidya Bharati Academy
(A complete academic guidance for NSOU)

বাড়িতে থেকে আমাদের নোটস নিতে WhatsApp করুন 9547579971 নম্বরে।
*FREE HOME DELIVERY*
📮Cash on Delivery/Fast Home Delivery এর মাধ্যমে ৩-৫ দিনের মধ্যে হাতে পেয়ে যাবে।
Paytm/PhonePe/GooglePay- 9547579971

🔖আমাদের নোটস এর বৈশিষ্ট্য❓
১) অভিজ্ঞ শিক্ষক, গবেষক ও অধ্যাপক দ্বারা প্রস্তুত নোটস।
২) সহজ সরল ও সাবলীল ভাষায় লিখিত উন্নত মানের কম্পিউটার টাইপ নোটস।
৩) স্বল্প প্রশ্নে অধিক কমন ও নম্বর।
৪) ৬০% এর বেশি নম্বর পাওয়ার উপযোগী নোটস।
৫) Cash on Delivery & Fast Delivery এর সুবিধা । 
৬) আমাদের স্টুডেন্ট দের অনলাইন সংক্রান্ত সব রকম সহায়তা।
৭) ১০০% Assignment এর উত্তরপত্র কমন।
৮) Upto 80-95% Common Suggestions 
৯) কম্পিউটার টাইপ করা ও ইউনিভার্সিটির নির্ধারিত বাক্য সীমা মেনে লিখিত নোটস এবং সিলেবাস অনুসারে সাজেশন। 
Website :


🔴 FREE FACILITIES 

🖥️আমাদের গাইডেন্সে পাঠরত ছাত্র ছাত্রীদের বিনামূল্যে কম্পিউটার ডিপ্লোমা কোর্সে ভর্তির সু্যোগ। (Govt. of India Approved)
📒FREE SUGGESTIONS 
📮FREE & FAST DELIVERY 
📲FREE ONLINE শর্টকাট পদ্ধতিতে গনিতের ক্লাস ও চাকরির কোচিং। 

🎓বিদ্যাভারতী একাডেমি, (নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় এর ছাত্র ছাত্রীদের কমপ্লিট গাইডেন্স)*
ঠিকানা -পুরন্দরপুর স্টেট ব্যাংকের দ্বিতল, সিউড়ী রোড, বীরভূম
Call/Whatsaap – 9547579971

*JOIN OUR GROUP*

Post a Comment

0 Comments