শেষ মুহুর্তের সাজেশন বাংলা অনার্স পেপার - CC-8, UG NSOU 2023

Bengali Honours Suggestion for 2023

Paper  CC-8



১. ঐতিহাসিক উপন্যাস হিসাবে বঙ্কিমচন্দ্রের ‘কপালকুন্ডলা’ উপন্যাসের ঐতিহাসিকতা বিচার করুন। / কপালকুণ্ডলা উপন্যাসের শ্রেণিবিচার করুন। 

২. ‘কপালকুন্ডলা’ উপন্যাসের উপকাহিনির গুরুত্ব কতখানি, আলোচনা করুন। নবকুমার ও মতিবিবি চরিত্রটি কতখানি সফল হয়ে উঠেছে, বিচার করুন। 

৩. আঞ্চলিক উপন্যাস হিসাবে ‘পদ্মানদীর মাঝি’ উপন্যাসের সার্থকতা আলোচনা করুন। 

৪. ‘পদ্মানদীর মাঝি’ উপন্যাসে কুবের ও কপিলা চরিত্র দুটি বিশ্লেষণ করুন। 



৫. ‘পদ্মানদীর মাঝি’ উপন্যাসের রহস্যময় চরিত্রময় হিসাবে হোসেন মিয়া ও তার ময়নাদ্বীপের গুরুত্ব আলোচনা করুন। 

৬. আদিভৌতিক বা অতিপ্রকৃত গল্প হিসাবে রবীন্দ্রনাথের ‘নিশীথে’ গল্পটির সার্থকতা বিচার করুন। এই গল্পে দক্ষিনারঞ্জন চরিত্রটি বিশ্লেষণ করুন। 

৭. রবীন্দ্রনাথের ‘স্ত্রীর পত্র’ গল্পের মৃণাল চরিত্রটির মধ্য দিয়ে নারীর প্রতিবাদী সত্তা কীভাবে জাগ্রত হয়েছে, তা আলোচনা করুন। 

৮. ‘পুঁইমাচা’ গল্পের নামকরণের সার্থকতা বিচার করুন। এই গল্পে সমকালীন সমাজের গভীর সমস্যার কথা ফুটে উঠেছে, তা আলোচনা করুন। 


৯.  সুবোধ ঘোষের ‘ফসিল’ গল্পের সমাজভাবনা অথবা সমরেশ বসুর ‘আদাব’ গল্পের সাম্প্রদায়িক সম্প্রীতির পরিচয় দিন।

১০. ‘দেনা-পাওনা’ উপন্যাসের নামকরণ বিষয়ে আলোচনা করে এই উপন্যাসের মধ্যে প্রতিফলিত সমাজ সমস্যার যে ছবিটি প্রকাশ পেয়েছে, তা আলোচনা করুন। 



Post a Comment

0 Comments